নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে এক রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের শুরুতে টস জিতে হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে নেমে শুরুতে হায়দরাবাদের বোলারদের সামনে কিছুটা চাপে পড়েছিলেন রাহানেরা। কিন্তু সময় গড়ার সঙ্গে সঙ্গে রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংয়ের মতো তারকারা দুর্দান্ত দাপট দেখিয়ে কামিন্সদের বোলিংকে তছনছ করে দেন। তাঁদের অসাধারণ ব্যাটিংয়ের জোরে কেকেআর হায়দরাবাদের সামনে ২০১ রানের বিশাল টার্গেট খাড়া করে।
জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের ব্যাটাররা কেকেআরের বোলারদের দাপুটে আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি। বৈভব আরোরা এবং হর্ষিত রানার মতো পেসারদের দুর্দমনীয় বোলিংয়ে হেড, অভিষেক শর্মা এবং ইশান কিষাণরা পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েন। ফলে মাত্র ১২০ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস। কেকেআরের এই দুর্দান্ত জয়ের নায়ক হন বৈভব আরোরা, যিনি ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হন।