জোকার রাস্তাঘাটে এসে পড়েছে উন্নয়নের নতুন হাওয়া! কলকাতা পুরসভার তত্ত্বাবধানে কেইআইআইপি প্রকল্পের আওতায় শুরু হয়েছে এক মহাযজ্ঞ, যেখানে ২১টি রাস্তা জুড়ে প্রায় সাড়ে ৫২ কিলোমিটার এলাকায় ভূগর্ভস্থ নিকাশি পাইপলাইন বসানোর কাজে ঝাঁপিয়ে পড়েছে শ্রমিকের দল। মূল রাস্তার তলায় পাইপলাইন বসানোর পর এবার পালা সেই সরু গলি আর পাড়ার পথগুলোর, যেখানে বর্ষার জল জমে বাসিন্দাদের দিন গুজরান কঠিন হয়ে উঠত।
সোমবার এই কাজের শুভ সূচনায় হাজির ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা দক্ষিণের সাংসদ তথা পুরসভার চেয়ারপার্সন মালা রায়, নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং-সহ স্থানীয় কাউন্সিলাররা। জোকার ১২৪, ১৪২, ১৪৩ ও ১৪৪ নম্বর ওয়ার্ডে এই কাজের জোয়ার এসেছে। বিশেষ করে ১৪৩ নম্বর ওয়ার্ডে ভূগর্ভস্থ নিকাশি নালা এমনভাবে গড়ে উঠছে যে, সেখানে খোলা নর্দমার নাম-নিশানা আর থাকবে না।
শুধু পাইপলাইন নয়, জল নিষ্কাশনের জন্য ১২টি খাল কাটার কাজও শুরু হয়েছে এদিন। এর ফলে বর্ষার জমা জল খালের পথ ধরে দ্রুত সরে যাবে, আর পাড়ার মানুষ জলের জঞ্জাল থেকে মুক্তি পাবেন। জোকা ও ঠাকুরপুকুরের বাসিন্দারা বহুদিন ধরে জল জমার সমস্যায় জর্জরিত। বিশেষ করে ১৪২, ১৪৩ ও ১৪৪ নম্বর ওয়ার্ড, যেগুলো ২০১২ সালে কলকাতা পুরসভার আওতায় এসেছে, সেখানে খোলা নর্দমা ছিল বড় সমস্যা। কিন্তু কেইআইআইপি প্রকল্পের এই নতুন ধাপে সেই দিন পালটে যাচ্ছে।
এর আগে বড় রাস্তাগুলোর তলায় ভূগর্ভস্থ পাইপলাইন বসানোর কাজে ১৪৩ নম্বর ওয়ার্ড ছিল এগিয়ে। এবার প্রকল্পের তৃতীয় ধাপে অন্যান্য ওয়ার্ডের বড় রাস্তার কাজ শেষ করে গলির ভেতরেও নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হবে। এই কাজ শেষ হলে জোকার পাড়া-মহল্লা পরিচ্ছন্ন ও বাসযোগ্য হয়ে উঠবে, আর বর্ষার দিনে জলের হাত থেকে নিশ্চিন্ত থাকবেন এলাকাবাসী।

