Hot News
- Advertisement -
Ad imageAd image

মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ, বিএমসি’র শোকজ নোটিস!

মুম্বইয়ের মাটিতে এবার ঝড় উঠেছে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর নামে। মালাডের মাড এলাকায় তাঁর বাড়িতে অবৈধ নির্মাণের গুরুতর অভিযোগে তাঁকে শোকজ নোটিস পাঠিয়েছে বৃহন্মুম্বই পুরসভা, যিনি সংক্ষেপে বিএমসি নামে পরিচিত। গল্পটা এমন যে, মিঠুনের বাড়িতে পুরসভার অনুমতি ছাড়াই গ্রাউন্ড ফ্লোর তৈরি হয়েছে, ভবনের সংস্কারও চলেছে নিয়ম ভেঙে। এই অভিযোগের জেরে পুরসভা কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে—যদি মিঠুনের জবাব সন্তোষজনক না হয়, তবে ওই নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

তবে মিঠুন চক্রবর্তীও চুপ করে বসে নেই। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও অবৈধ কাজ তিনি করেননি। আইনের পথেই পুরসভার নোটিসের জবাব দেবেন তিনি। কিন্তু এই ঘটনা শুধু মিঠুনের গণ্ডিতে আটকে নেই। মাড এলাকায় পুরসভার তীক্ষ্ণ নজরে ধরা পড়েছে প্রায় ১৩০টি অবৈধ নির্মাণ। এই এলাকার বিলাসবহুল বাংলোগুলোর মধ্যে অনেক কিছুই নাকি নিয়মের বাইরে গড়ে উঠেছে। শুধু তাই নয়, ভুয়ো নথি ব্যবহার করে নির্মাণের মতো গুরুতর অভিযোগও উঠেছে। পুরসভার আধিকারিকরা দীর্ঘদিন ধরে এই এলাকায় তল্লাশি চালাচ্ছেন। তাঁদের দাবি, গত কয়েক বছরে গড়ে ওঠা এই অবৈধ নির্মাণগুলো আগামী ৩১ মে-র মধ্যে ভেঙে ফেলা হবে।

মুম্বইয়ের এই ঘটনা এখন সবার মুখে মুখে। মিঠুনের মতো জনপ্রিয় তারকার বিরুদ্ধে এমন অভিযোগ নিঃসন্দেহে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এখন দেখার, আইনি লড়াইয়ে এই গল্প কোন দিকে মোড় নেয়!

আমাদের নিউজলেটার জন্য সাইন আপ করুন