Hot News
- Advertisement -
Ad imageAd image

চা বাগানের ভয়াবহ ক্ষতি, জলের সঙ্গে এসে জমল ডলোমাইট

উত্তরবঙ্গের পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের বহু চা বাগানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভুটান থেকে আসা পাহাড়ি জলের সঙ্গে ডলোমাইট জমে বহু চা বাগানের উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ক্ষতিগ্রস্ত এলাকায় চা গাছের পুনরুৎপাদন সম্ভবত আর সম্ভব হবে না। আলিপুরদুয়ারের নাগরাকাটায় অবস্থিত রাজ্যের বৃহত্তম চা বাগান, ১৬০০ হেক্টর বিস্তৃত চ্যাংমারি টি এস্টেট, ডায়না নদীর বন্যায় প্লাবিত হয়েছে। এর ফলে বাগানের কারখানায় সংরক্ষিত প্রায় ৬০ হাজার কেজি চা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
এছাড়াও, শুভাষিণী চা বাগানের ৯০ হেক্টর জমিতে ডলোমাইট জমে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বামনডাঙা টন্ডু চা বাগান সম্পূর্ণ জলের তলায় চলে গেছে। মোট ৫০টিরও বেশি চা বাগান এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, সরকারি সহায়তার প্রতিশ্রুতি প্রদান করে।

আমাদের নিউজলেটার জন্য সাইন আপ করুন